জাকির সিকদারঃ গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় মদ গাঁজা আসক্ত যুবকের দৃশ্যপট চোখে অবলোকন করেছে। এলাকায় মাঝারে আড্ডা চলছে নিরবে। বৈরাবৈরি মাজার,শ্রীফলতলি মাজারে বেশি গাঁজা সেবন চলছে।
দিনদুপুরে বাস স্টেশন কিংবা ওলিতে গলিতে মাদক সেবনে আসক্ত হচ্ছে গাঁজা খাওয়া একদল টোকাই।
সরেজমিনে দেখা যাচ্ছে টালমাটাল পরিস্থিতি এক যুবকের। দিবালোকের স্পষ্ট গাঁজা খাওয়া তরুন ঝিমাচ্ছে।
এদের চিকিৎসা দিয়ে আসছে বেশ কিছু ডাঃগন।এরমধ্যে নিয়মিত রোগী দেখছেন ডাঃ ফারুক আহমেদ (এমবিবিএস ) মেডিকেল অফিসার – ড্রীম হাউজ মাদকাসক্তি চিকিৎসা পরামর্শ ও পুনর্বাসন কেন্দ্র – কাশিমপুর গাজীপুর. যোগাযোগ -01746484671.01973515171.করে যে কেহ পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে সহায়তা প্রদান করেন তাহারা।
বিগত সময়ে কালিয়াকৈরে চান্দুরা চৌরাস্তার মোর, খাড়াজোরা,বঙ্গবন্ধু হাইটেক সিটি এলাকার রেললাইনে নিরবে চলছে মাদকের ছড়াছড়ি। চোখের আড়ালে চলছে এসব দেখার কেউ নাই।
এলাকায় যেমন উপজেলা চেয়ারম্যান নির্বাচন জমে উঠেছে তেমন মদ,গাঁজা সেবনে আসক্ত হচ্ছে বেশি।
কালিয়াকৈরে উপজেলার পরিত্যক্ত রয়েছে শত শত বনাঞ্চল। এখানেও দিবালোক মদ,গাঁজা সেবনের আড্ডা চলছে নিরবে।
ফরেস্ট অফিসার রাতে তাড়া করেন প্রতিদিন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
কালিয়াকৈরে চান্দুরা চৌরাস্তার মোর ও কালিয়াকৈর উপজেলা গোয়ালবাথান ইউনিয়নে, কালামপুরে,শ্রীফলতলি, বৈরাবরি মাজারে চলে আসক্তের ভীর।
চলাচলের রাস্তা পথে এসব গাঁজা সেবনকারী দেখে পথচারী ভীর জমাচ্ছে। ব্যাহত হয়েছে চলাচলের রাস্তা। ভয়ে কেহ মূখ খুলছেন না। এদের নেশায় মাতাল মনে ছুরিকাহত করে।
এলাকাবাসী জানান, নাম না জানা বহু মানুষের কাছে মদ,গাঁজা বিক্রি চলছে। বিড়ির ভিতরে তামাকের মত গাজা গুরো করে ছোট ছোট চায়ের দোকানে অবাধে চলছে বেচাকেনা।
বাস স্টেশনে এদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধু ড্রাইভার গাঁজা খেয়ে আসক্তি হয়ে উঠেছে। চান্দুরা চৌরাস্তার মোর টাঙ্গাইল সড়কে পশ্চিম দিকে ঝুঁকছে এসব মাদকাসক্ত লোকজন।