

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জনকল্যাণমূলক কাজে অবদান রাখায় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মাননা সম্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে কালিয়াকৈর প্রেস ক্লাবের আয়োজনে জনকল্যাণমূলক কাজে অবদান রাখায় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈরে প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ্যাড আ. ক. ম মোজাম্মেল হক এমপি। উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা ছায়েদা নাসরিন,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী।
কালিয়াকৈরে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাহবুব হাসান মেহেদীর সঞ্চালনায় মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়। খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বখতিয়ার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার, পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম। চেয়্যারম্যানের পক্ষ থেকে এ্যাড. শাহলম সরকার,পৌরসভার প্যানেল মেয়র খাওাব মোল্লা, সংরক্ষিত মহিলা মেম্বার আমেনা খাতুন।
অনুষ্ঠান শেষে কালিয়াকৈর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথির হাত থেকে সকল স্থানীয় জন প্রতিনিধিদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
