Daily Gazipur Online

কালিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ দু’জন গ্রেফতার

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ দু’জনকে পুলিশ আটক করেছে। বুধবার (১ জুন) বিকালে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাকা গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাকালে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হুদার আদালতে আটককৃত হৃদয়কে হাজির করলে ৬মাসের কারদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অপরজন, মাদক মামলায় যাবজ্জীবন সাজপ্রাপ্ত পলাতক আসামী কালাম শেখকে ফরিদপুর পুলিশের নিকট কালিয়া থানা পুলিশ হস্তান্তর করেছে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, আটককৃতরা হলো- খুলনা জেলার দিঘলিয়া উপজেলার জামান ফকিরের ছেলে হৃদয় ফকির (২৫) ও ফরিদপুর জেলার রোয়ালমারী উপজেলার রাখালগাতীর গ্রামের এলেম শেখের ছেলে কালাম শেখ (৩২) মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী।