কালীগঞ্জের হেলাল উদ্দিন স্বর্ণ পদকে ভূষিত

0
308
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মানবাধিকার কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় স্বর্ণ পদকে ভূষিত হলেন কালীগঞ্জের কৃতি সন্তান মানবাধিকার ও সংস্কৃতি কর্মী মো. হেলাল উদ্দিন হেলাল। স্বর্ণ পদক প্রাপ্ত মানবাধিকার ও সাংস্কৃতিকর্মী মো. হেলাল উদ্দিন হেলাল গাজীপুর জেলাধীন কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের মোড়ল বাড়ির মরহুম হাসিম উদ্দিন মোড়ল ও মরহুমা রমিজা খাতুনের কনিষ্ঠ সন্তান।
গত শনিবার বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) উদ্যোগে ঢাকা মহানগর নাট্যমঞ্চ কাজী বশির আহমেদ মিলনায়তনে মানবাধিকার কনভেনশন সম্মেলন-২০১৯ এর প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ তাকে স্বর্ণ পদক প্রদান করেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মানবাধিকার কমিশনের গভর্ণর আলহাজ্ব সিকান্দার আলী জাহিদ, চট্রগ্রাম উত্তর বিভাগের মানবাধিকার কমিশনের গভর্ণর সেতারা গাফফার প্রমুখ।
স্বর্ণ পদক প্রাপ্ত মানবাধিকার ও সংস্কৃতি কর্মী মো. হেলাল উদ্দিন হেলাল বলেন, আমি দীর্ঘ ৩৩ বছর যাবত একজন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে আসছি। আজ আমি আমার আশার প্রতিফলন পেয়েছি। যতদিন বেঁচে আছি মানবাধিকার ও সংস্কৃতি কর্মী হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। সম্মেলনে আমার নাম ঘোষণার পর আমি আশ্চর্য হয়ে যাই। আমি কখনো ভাবিনি এমন একটি সম্মাননায় আমাকে ভূষিত করা হবে। আমাকে উক্ত সম্মাননা প্রদান করায় দেশ বিদেশের মানবাধিকার কর্মীদের প্রতি কৃতজ্ঞ জানাই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here