কালীগঞ্জে অটোষ্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ে সংর্ঘষ,আহত ১০

0
221
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে অটোষ্ট্যান্ডের চাদাঁবাজি ও দখল নিয়ে সংর্ঘষ দোকানের মালামালসহ ক্যাশলুটের অভিযোগ উঠেছে । এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের ঢাকা বাইপাস মহাসড়কের পাশে উলুখোলা বাজার সেলিম ষ্টোরের সামনে।
ওই সময়ে সেলিম ষ্টোরের মালামাল তছনচ ও ক্যাশলুটের অভিযোগ উঠেছে পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি গোলজার হোসেন টুটুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মেরাজ ও যুবলীগ নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল এ হামলা চালায়। এ সময় উভয় পক্ষের হামলা- পালটা হামলায় বাবলু, উত্তম, জাহাঙ্গীর, রাশেদুল, রনি, নাদিম, মনসুর, সুমন, মামুন, মাসুদ সরকার ও ফয়সাল আহত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে জনতার ধাওয়া খেয়ে রেজিষ্টেশন বিহীন দুটি মোটরসাইকেলসহ ৫টি মোটরসাইকেল ও একটি এক্সিও সাদা রংয়ের প্রাইভেটকার(ঢাকা মেট্রো গ- ৪৩-০০৯৩) ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে উলুখোলা পুলিশ ফাড়িঁর ইনচার্জ রেজাউল করিম তার সঙ্গীয় র্ফোস নিয়ে ঘটনাস্থল থেকে ৫ টি মোটরসাইকেল ওই একটি প্রাইভেটকারটি উদ্ধার করে ফাঁিড়তে নিয়ে যায়।
এ ব্যাপারে দোকানদার ইসলাম ভূইয়া জানান, দোকানের ভেতরে ঢুকে ক্যাশে থাকা নগদটাকা ও বেনসন সিগারেটের কার্টুনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ওই অভিযুক্তরা। এ সময় তাদের হামলায় বাধাঁ দিতে গিয়ে বাজারের ৬-৭জন লোক আহত হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি গোলজার হোসেন টুটুল বলেন- দীর্ঘদিন যাবত একটি মহল ওই স্ট্যান্ড ভোগ দখল করে আসছিল। পরে স্থানীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে রফাদফা করে দেয়। শনিবার রাতে উভয় পক্ষ কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আমার পক্ষের ৫-৬জন আহত হয়।
বাজার ব্যবসায়ীরা জানান, দফায় দফায় বাজারে সংর্ঘষ হলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা তাদেরকে ধাঁওয়া করলে গাড়ী ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক বলেন- এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মেইলে- উদ্ধারকৃত মোটরসাইকেল ও প্রাইভেট কারের ছবি দেয়া আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here