
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ সফল ও দলীয় সাংগঠনিক অবস্থা শক্তিশালী করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলা আ’লীগের কার্যালয়ে আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেহের আফরোজ চুমকি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, কেন্দ্রীয় তাঁতী লীগের সাধারন সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, যুগ্ম সাধারন সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল, অর্থ বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনকসহ কমিটির নেতৃবৃন্দ।
