Daily Gazipur Online

কালীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার সকালে পৌরসভার বালীগাঁও গ্রাম থেকে অটোরিকশা চালক শাহীনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শাহীন মধ্যে বালীগাঁও গ্রামের আম্বর আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ধারণা করা হচ্ছে রাতে শাহিনকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের নাক-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তার হাত-পা ও চোখ গামছা দিয়ে বাঁধা ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Print Friendly, PDF & Email