
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দণ্ডপ্রাপ্ত ও ডাকাতির আসামিসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া বলেন, শনিবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে তারা আটক হয়। এ অভিযানে ৮৩টি ওয়ারেন্ট নিস্পত্তি হয়। আটকদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন-মো. মাসুম, রায়হান বেপারী, মো. মাসুদ, মো. হারুন, আওলাদ হোসেন, মো. রনি, মোসলেহউদ্দিন, অপু আল মৃধা, প্রশান্ত ক্রুশ, মন রোজারীও, নাদিম উল্লাহ, মো. আবুল হোসেন শেখ ও ইলিয়াস মিয়া।
গাজীপুর জেলার এসপি শামসুন্নাহার পিপিএম (বার) এর নির্দেশক্রমে এবং কালীগঞ্জ সার্কেলের অ্যাডিশনাল এসপি পংকজ দত্তের তত্ত্বাবধানে থানার ওসি মো. আবুবকর মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) রাজীব চক্রবর্তী, ইন্সপেক্টর (অপারেশন) সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় এসআইদের নিয়ে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশে বিশেষ অভিযান চালায়।
