
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে নতুন করে আরো ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ্য হয়েছেন ২ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ২২৪ জন। তাদের মধ্যে ১৩৮ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত উপজেলায় এক মাসের শিশুসহ সর্বমোট ৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ।
তিনি জানান, করোনা সন্দেহে ২৬ রোগীর নমুনা সংগ্রহ করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পর শনিবার (২০ জুন) বিকালে ৯ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। নতুন আক্রারা কালীগঞ্জ পৌরসভা এলাকায় ৭ জন, বাহাদুরশাদী ইউনিয়নে ১ জন ও বক্তারপুর ইউনিয়নে ১ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, উপজেলায় গত ২৪ ঘন্টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সন্দেহে ২৬ রোগীর নমুনা সংগ্রহ করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পাঠায়। শনিবার বিকালে ৯ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত সর্বমোট ১৮৫৯ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর ও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হয়েছে।
