কালীগঞ্জে পুুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

0
394
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে পূর্ব শত্রæতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে দুই লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে ঘটেছে।
থানার অভিযোগ ও স্থাণীয় সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নর কলাপাটুয়া গ্রামের রোকেয়া বেগম একই গ্রামে মৎস্য চাষী মো. ইদ্রিস আলী শেখের সাথে দীর্ঘদিন যাবৎ শক্রুতা পোষণ করিয়া আসিতেছে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকালে কথা কাঁটা কাটির একপর্যায়ে রোকেয়া বেগম ইদ্রিস আলীর পরিবারের সদস্যদের ক্ষতিসাধন করবে বলে হুমকি প্রদান করে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মৎস্য চাষী ইদ্রিস আলী তার মৎস্য খামার পরিদর্শন শেষে বাড়িতে যাইয়া ঘুমিয়ে পরেন। শনিবার সকালে পুকুরের মাছ ভেসে উঠলে স্থানীয় স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা তার বাড়ীতে সংবাদ দেন। ইদ্রিস ঘটনাস্থলে গিয়ে পুকুরে ভাসমান প্রায় ১৫মন মাছ উত্তোলন করেন। যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। এ বিষয়ে মৎস্য চাষী মো. ইদ্রিস আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুকুরের মালিক ইদ্রিস আলী শেখ জানান, আমি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। দীর্ঘ ৭/৮ বছর যাবৎ সফলভাবে মৎস্য চাষ করে আসছি। গত মঙ্গলবার আমার প্রতিবেশী রোকেয়া বেগম কথা কাটাকাটির একপর্যায়ে সে হুমকি দিয়ে বলে যে, সে নিজে বা অন্য কোন লোক দিয়ে আমার বা আমার পরিবারের সদস্যদের যে কোন বড় ধরনের ক্ষতিসাধন করবে। রোকেয়া বেগম সেই কথা মনে রেখে তার দেবর সাইফুল ইসলামকে সাথে নিয়ে শুক্রবার রাতে আমার পুকুরে বিষ দিয়ে আমার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। আমি এ বিষয়ে সোমবার সকালে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে অভিযুক্ত রোকেয়া বেগমের মোবাইল ফোনে একাধিক বার কল করেও সংযোগ পাওয়া সম্ভব হয় নাই।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. সুলতান উদ্দিন খান জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুকুরে মাছ মরে ভেসে যাওয়ার সত্যতা পেয়েছি। তদন্ত অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here