ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ে আন্তস্কুল বিজ্ঞান, ভূগোল, কম্পিউটার, গার্হস্থ্য, কৃষি, চিত্রমেলা ও শিক্ষা সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন গাজীপুরের এসপি শামসুন্নাহার পিপিএম।
শুক্রবার সকালে তিনি চার দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেভা. ফাদার জয়ন্ত এস গমেসের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাসার চন্দন বেনেডিক্ট গমেজের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া প্রমুখ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।