
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিতাস পরিবহনের হেলপার নিহত হয়েছে। ঘটনাটি উপজেলার আড়িখোলা বাসষ্ট্যান্ড সংলগ্ন ঘটেছে। নিহতের নাম ফারুক হোসেন (২৮)। সে বি-বাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শ্রীনগড় গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, মহাখালী-বিবাড়িয়া-ভৈরব রুটের তিতাস পরিবহনের ঢাকা মেট্রো ব-১৪-০৪৫৫ নম্বরের গাড়ীর চালক বিল্লাল হোসেন যাত্রী নিয়ে ঢাকার মহাখালী থেকে বি-বাড়ীয়া যাচ্ছিল। গতকাল সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা কাউন্টারের সন্নিকটে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে পাকা দালানের সাথে লেগে যায়। এ সময় বাসটির হেলপার ঝুলন্ত অবস্থায় থাকায় মাথা ওয়ালের সাথে চাপা পরে ঘটনাস্থথলেই সে মারা যায়। যাত্রী ও স্থানীয়দের সহযোগীতায় চালক বিল্লাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিল্লাল লক্ষীপুর জেলার সদর উপজেলাধীন মিরাপুর গ্রামের মৃত আমিনুল্লাহর ছেলে।
কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মো. আবু বকর মিয়া জানান, গাড়িসহ চালককে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক রুপম চন্দ্র সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
