
ডেইলি গাজীপুর প্রতিবেদক : ‘দুর্যোগের দুঃসময়ে অহর্নিশ মানবতার পাশে আছে বাংলাদেশ পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে পালিত হয়েছে পুলিশ সেবা সপ্তাহ। এ উপলক্ষে গাজীপুর জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ও কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বুধবার (৩০ জানুয়ারী) বেলা ১১টার দিকে একটি র্যালি বের হয়।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়ার নেতৃত্বে র্যালিটি কালীগঞ্জ শহরের শহীদ ময়েজউদ্দিন সড়ক হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা মৎস্য অফিসার লতিফুর রহমার, কৃষি অফিসার কৃষিবীদ আবু নাদির সিদ্দিকী, পরিসংখ্যান অফিসার কাওসার মিয়া, থানা ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, ওসি (অপারেশন) সোহেল রানা, এস.আই, এএসআই, অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
