ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৩৭৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌরসভা মিলনায়তনে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র এস এম রবীন হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) মেহের আফরোজ চুমকি। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়ের মূল খাত ধরা হয়েছে সরকারি অনুদান (উন্নয়ন ও প্রকল্প)। এ খাতে সরকার ও দাতা সংস্থার কাছ থেকে ৫৭ কোটি এক লাখ ১৩ হাজার ৮৪ টাকা পাওয়ার প্রত্যাশা করছে পৌরসভা কর্তৃপক্ষ। এতে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৯০ লাখ টাকা। উদ্বৃত্ত থাকবে ১১ লাখ ১৩ হাজার ৪৮ টাকা। এছাড়াও নিজস্ব উৎস (রাজস্ব আয়) থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পূর্বের জেরসহ সাত কোটি ৬৭ লাখ ৬১ হাজার ৩৩১ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ২০ লাখ ৭১ হাজার ৩৩১ টাকা। নিজস্ব উৎসের মধ্যে গৃহকর খাতে আয়ের প্রত্যাশা করা হয়েছে বকেয়াসহ তিন কোটি ১০ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা। অন্যান্য কর ও ফি খাতে আদায় হবে এক কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। হাটবাজার ইজারা দিয়ে আয় হবে ২৩ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে মেয়র ও কাউন্সিলরদের বাড়ি ভাড়া বাবদ কোনো ব্যয় নেই। তবে মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা।
বাজেট ঘোষণাকালে পৌরমেয়র রবীন হোসেন বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য কালীগঞ্জ পৌরসভার ৬৪ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৩৭৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেন ব্যবস্থার উন্নয়ন, সড়ক বাতি ব্যবস্থা, বাসস্ট্যান্ড উন্নয়ন, ডাম্পিং স্টেশন নির্মাণ, পৌর ভবন নির্মাণ, কোভিড ১৯ ভাইরাস প্রতিরোধ, মশক নিধন, হত দরিদ্রদের আর্থিক সামাজিক উন্নয়ন, নারীদের আত্মকর্মসংস্থান, বৃক্ষরোপণ, কঞ্জারভেন্সি কার্যক্রম গতিশীলকরণ, শিক্ষা সাংস্কৃতিক ও খেলাধুলার মান উন্নয়ন, জরুরি ত্রাণ ও স্যানিটেশন কার্যক্রম এবং হাট-বাজার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।