

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জিএমপি’র কাশিমপুর থানার অভিযানে চাপাতি এবং ছিনতাইকৃত অটোরিকশাসহ একজন ছিনতাইকারীকে আটক করে । গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার কাশিমপুর থানাধীন পশ্চিম শৈলডুবী সাকিনস্থ ডানা গেট এর সামনে পাকা রাস্তার উপর কয়েকজন ছিনতাইকারী এক অটোচালককে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে অটোরিক্সা ছিনতাই করে।কাশিমপুর থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত জনগনের সহায়তায় ছিনতাইকারী ১. বাবুল(২৮),পিতাঃমৃত সোবহান, মাতাঃ জাহেদা, সাং- নেতাবানিয়া পাড়া ,নীলফামারী সদর, নীলফামারীকে ১টি চাপাতিসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ২ জন ছিনতাইকারী পালিয়ে যায়। উক্ত ঘটনায় কাশিমপুর থানায় মামলা রুজু হয়েছে।
