Daily Gazipur Online

কি যে করি

মহসিন আলম মুহিন

জীবনের অনেকটা পথ-এলাম পিছনে ফেলে,
সামনের দিকে এগিয়ে চলি বড্ড বে-খেয়ালে।।

আগের মত শক্তি সাহস, পাই না সকাল-বিকাল,
চারিদিক স্যাঁতসেতে, ভালোর যে বড়ই আকাল।।

একা একা এতোটা পথ, কেমনে দিলাম পাড়ি,
এখন দেখি আরও ফাঁকা, সব গিয়েছে ছাড়ি।।

যা বলার তা কখনো কাউকে যায়না কেন বলা,
কি যে করি ভেবে মরি, কেমন করে পথচলা।।