
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : স্বাস্থ্যবিধি মেনে কুলাউড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়। কুলাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে অদ্য শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক, জেলা বিএনপির সহ সভাপতি, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড. আবেদ রাজা ও উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের আহবানে কুলাউড়া উপজেলার বিভিন্ন মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার্থে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আনোয়ার খানের দাফন সম্পন্ন
বিএনপির কুলাউড়া অঞ্চলের প্রতিষ্ঠাকালীন নেতা আনোয়ার খান শনিবার ভোর ৪.৩০ মি. কুলাউড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…….রাজিউন)। তিনি উপজেলা বিএনপির সহ সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ান খানের বড় ভাই। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুখালে স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। অদ্য দুপুর ২টায় কুলাউড়া সদর ইউনিয়নের আসনপুর জামে মসজিদে জানাজার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানায়ায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক, জেলা বিএনপির সহ সভাপতি, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড. আবেদ রাজা,উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সহ সভাপতি শামীম আহমদ চৌধুরী, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপি সহ সভাপতি আব্দুল জলিল জামাল, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভুইয়া, সহ সাধারণ সম্পাদক ময়নুল হক বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোঃ শহীদুল ইসলাম সহ বিএনপি ও তার অঙ্গসংগঠন ও ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এড. আবেদ রাজার আহবানে দোয়া
বিএনপির কেন্দ্রীয় নেতা এড. আবেদন রাজার আহবানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর করোনা ভাইরাস মুক্তির জন্য কুলাউড়া রেলওয়ে জামে মসজিদে গত ২৯ মে, শুক্রবার জুম্মার নামাজের সময় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আইয়ূব আনসারী। দোয়ার পুর্বে দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক, জেলা বিএনপির সহ সভাপতি, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড. আবেদন রাজা।
নাদেল চৌধুরীর শারীরিক অবস্থার খোজ নেন এড. আবেদ রাজা
টেলিফোনের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেতা এড. আবেদ রাজা গত ২৮মে বিকাল অনুমান ৩টায় করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাদেল আহমদ চৌধূরীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোজ নেন। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন।
পশু চিকিৎসকদের সাথে মতবিনিময়
এড. আবেদন রাজা কুলাউড়ার টিলাগাঁওয়ের নয়া বাজারে বিশিষ্ট পশু চিকিৎসক, বিএনপি নেতা ডাঃ আকল মিয়া ও শ্রী লনি মালাকারের সঙ্গে করোনা ভাইরাস সংশ্লিষ্ট গবাদী পশূ আক্রান্তের বিষয় আলোচনা করেন। এতদ বিষয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অভহিত করবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মশাহিদ আলী, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রদল নেতা আনছার হোসেন, রুবেল আহমদ সহ অন্যঅন্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রবাসী নেতা তপনের অসুস্থ পিতার শর্য্যা পাশে এড. আবেদ রাজা
যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা শরিফুজ্জামান চৌধূরী তপনের পিতা এলজিইডির অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা জামান চৌধুরী এবং শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং দ্রæত আরোগ্য কামনা করেন। এছাড়াও বিএনপি নেতা মম মিয়ার বাড়ীতে ও আব্দুল খালিক মটুক মেম্বার ও কুলাউড়া ইউনিয়নের সাবেক সভাপতি সালাম মেম্বার, যুবদলের সাবেক সভাপতি মিছবাউর রহমানের বাড়ীতে যান এবং তাদের খোজ খবর নেন।
