
মো.ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে সাঁতার কাটতে নেমে মো.আলী আকবর নামের এক পর্যটকের মৃত্য হয়েছে। আজ বেলা সাড়ে বারটা সৈকতের জিরো পয়েন্টে সে সাঁতার কাটতে নামলে এ ঘটনা ঘটে। পিরোজপুর জেলার বাইজোরা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. আলী আকবর তার বন্ধুদের সাথে কুয়াকাটায় ঘুরতে এসে সৈকতের বালিয়ারীতে ফুটবল খেলা শেষে সাঁতার কাটতে নামে। কিছুক্ষন পর তার বন্ধুরা তাকে না দেখে খোজাখুজি শুরু করে। পরে টুরিস্ট পুলিশ ও স্থানীদের সহয়তায়ে তাকে সৈকত থেকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করেন।
মৃত্য আলী আকবর পিরোজপুর শহরের বাসষ্টানে ডিমের ব্যবসা করতো বলে জানা গেছে।
