

অলিদুর রহমান অলি, গাজীপুর মহানগর প্রতিনিধি: কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলীর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন টঙ্গী পশ্চিম থানা খাঁ পাড়া এলাকার উত্তর আউচ পাড়া যুব ও সমাজ কল্যাণ সংঘের উদ্যোক্তারা ও সাধারণ জনগণ।
গতকাল সন্ধ্যায় খাঁ পাড়া রোডে রওশন আরা ইলেকট্রনিক্সের শোরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উত্তর আউচ পাড়া যুব ও সমাজ কল্যাণ সংঘের উদ্যোক্তা মো. রফিকুল ইসলাম বাবু, এস এম আলামিন, রমিজ উদ্দিন রুবেল, কামাল হোসেন, মারুফ হোসেন, জসিম উদ্দিন খান, রাশেদুল ইসলাম খান রাসেল, আলামিন, শাকিল বাহাদুরসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ।
এ সময় সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইয়াসিন আলী বলেন, যে কোনো পরিস্থিতিতে এলাকার সকল উন্নয়ন মূলক কাজে সকলের অংশ কামনা করেন।
