
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সিটির কোনাবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে ১৪ জন তরুণ তরুণীকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানার পুলিশ।
শনিবার (১২ই জানুয়ারি) দুপুরে কোনাবাড়ীতে থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাসনাত খন্দকার জানান, অফিসার ইনচার্জ এমদাদ হোসেনের নেতৃত্বে কোনাবাড়ীর অতিথি হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭জন পুরুষ ৭জন নারীকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এই হোটেলে আগেও অভিযান চালানো হয়েছিল।
