মোল্লা তানিয়া ইসলাম তমাঃ আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে, উত্তর সিটির ৫৩নং ওয়ার্ডে কোন রকম ক্ষমতার প্রভাব বিস্তার না করার জন্য প্রতি পক্ষের প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ৫৩নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর । তিনি বলেন, ‘কোন প্রার্থীর নিজ ক্ষমতা বা পরিবারের প্রভাব পড়বে না নির্বাচনে । কারণ ৫৩নং ওয়ার্ডেটা কারো পারিবারিক সম্পত্তি না ।’শনিবার (২৫ জানুয়ারী) তার নির্বাচনী প্রচারণা চলা কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন । সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর বলেন, ‘আমি যতটুক জানি আমার প্রতিপক্ষের প্রার্থীরা সজ্জন ব্যক্তি । আমার প্রতিপক্ষ প্রার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে, নির্বাচনে কোন প্রকার ইনফ্লুয়েন্স করবেন না । আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবেন। এরপরে নির্বাচনী ফলাফল যা হবে আমি তা মেনে নেব । কিš‘ এতে কোনরকম কারচুপি হলে জনগণ তা কোনভাবেই মেনে নেবে না।’ আপনাদের শারীরিকভাবে বা প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ সঠিক নয় প্রতিপক্ষ’র এমন দাবির বিষয়ে জানতে চাইলে হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর বলেন, ‘আমার পাশে দাঁড়িয়ে থাকা অনেক কর্মীই প্রতি পক্ষের দ্বারা নানা ভাবে হুমকি ও বিভিন্ন রকম বাধার স্বীকার হয়েছেন । অনেক জায়গায় আমার ঝুড়ি প্রতীকের পোস্টার ছিরে ফেলা হয়েছে । বর্তমানেও আমার অসংখ্য কর্মী প্রতিপক্ষের হুমকির কারনে আতংকে রয়েছেন । আর কে অস্বীকার করল না করল সেটাতে কিছু যায় আসে না। বাস্তবতা তো থেকেই যায়। ৫৩নং ওয়ার্ডটা কারও বাপ দাদার একার নয় উল্লেখ্য করে তিনি বলেন, ‘আমরাও কারো কথায় পরোয়া করি না। উনারা কি বললেন, না বললেন সেটাতে কিছু যায় আসে না । যেটা দৃশ্যমান সেটা আপনারাতো দেখতেছেন । এটা কারো একার ওয়ার্ড না । এটা আমাদেরও ওয়ার্ড । এখানে কারো জমিদারি চলবে না। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার।’ ‘আপনার প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একজন আওয়ামীলীগ সমর্থিত ও আরেকজন বি এন পি সমর্থিত তারা তাদের দলের ক্ষমতার জোরে জয়ী হবেন কিনা? এমন প্রশ্নে হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর বলেন, ‘এই দেশটার মালিক হ”েছ জনগণ। এ দেশটা কারো পরিবারের সম্পত্তি নয়। আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো এবং জনগণকে সাথে নিয়ে সকল প্রকার অনিয়মকে নির্মল করে ছাড়বো ইনশাল্লাহ । অনেকদিন হয়ে গেল নির্বাচনী প্রচারণা চালা”েছন, জনগণ ভোট কেন্দ্রে যাবে কিনা? এ বিষয়ে তাদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? জানতে চাইলে হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর বলেন, ‘খুব ভালো সাড়া পা”িছ । কিš‘ এবার আমার ঝুড়ি প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে করে ভোটাররা নিজেরাই সংকল্পবদ্ধ হয়েছেন, এবার ভোট কেন্দ্রে যাবেন এবং ঝুড়ি প্রতীকে ভোট দিবেন।’ ভোট কেন্দ্রে পাহারা সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোট কেন্দ্র পাহারা বলতে কোন কিছু নেই। কেউ যদি বলে থাকে সেটা ইনফরমাল ল্যাঙ্গুয়েজ । নির্বাচনকে কেন্দ্র করে একটা নির্বাচন পরিচালনা কমিটি করা হয়, আমরাও সেটা করব । এবার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর যারা নিযুক্ত থাকবেন, তারা সততার সঙ্গে এবং জনগণের সঙ্গে কাজ করবেন বলে আমি আশা করি। কারণ তাদের দায়বদ্ধতা রয়েছে জনগণের প্রতি। তারা কোনো দলীয় ক্যাডার বাহিনী নয়। আমরা তাদের সহযোগিতা করব। আমি আশা করছি সবার সার্বিক সহযোগিতায় একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ ।