খালেদার মুক্তি ইস্যুকে পুঁজি করে তারেকের ব্যবসা

0
151
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কারাবন্দি খালেদা জিয়ারকে ‘মানবিক বিবেচনায়’ গত ২৫ মার্চ মুক্তি দেয় সরকার। বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না, এমন শর্তে তার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে মুক্তি দেয়া হয়।
দলের ভিতরে গুঞ্জন শোনা যায় যে ,খালেদা জিয়ার মুক্তিতে নাখোশ তারেক রহমান এবং মুক্তির জন্য দৃশ্যমান কোন উদ্যোগ নেননি। বরং সুযোগ খুঁজেছেন তার মুক্তি ইস্যুকে পুঁজি করে বিভিন্ন মহল থেকে ব্যবসা-বাণিজ্যের।
এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম ব্যবসায়ী নেতাদের রিজভীর মাধ্যমে টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন তারেক জিয়া। নেতারা বাধ্য হয়ে খালেদা জিয়াকে সব জানান। আর তারেকের এইসব কর্মকান্ড অবগত খালেদা জিয়া।
যে মায়ের মুক্তি নিয়ে অর্থবাণিজ্যে করতে পারেন এবং টাকার বিনিময়ে মনোয়ন বাণিজ্য করে দলে অদক্ষদের ঠাঁই দিতে পারেন ,তার আর দলীয় পদে থাকার কোনো অধিকার নেই মনে করেন সিনিয়র নেতারা।
এইদিকে তারেক রহমান ফোনে ও স্কাইপিতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে মির্জা ফখরুল এবং সিনিয়র নেতাদের সাথে ,কেউ সাড়া দেয় নি।
খালেদার ঘনিষ্ট নেতারা জানায় , এক /দুইদিনের মধ্যে ঘোষণা আসতে পারে ,দল থেকে অপসারণ হচ্ছে তারেক জিয়া। পূর্বাভাস হিসাবে তারেকের সাথে যোগাযোগ রাখছেন না সিনিয়র নেতারা এবং খালেদাকেও কল দিলে তিনিও রিসিভ করছেন না।
আসলে তারেক রহমান যে রকম সন্তান ,ঠিক সেইরকম শাস্তিই তার প্রাপ্য।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here