

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): আজ রোববার সাংবিধানিক অধিকার ফোরামে উদ্দোগে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ও নিরাপেক্ষ নির্বাচনের দাবীতে সাবেক ছাত্রনেতা সংগঠনের সভাপতি বাবু সুরঞ্জন ঘোষ এর সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু (সাবেক এমপি)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা জনাব আবদুস সালাম, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। বিএনপি যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন (সাবেক এমপি) বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হোসেন জীবন, মুক্তি যোদ্ধা ফরিদ আহমেদ, প্রমুখ। সভা পরিচালনা করেন রফিকুল ইসলাম রিপন, প্রমুখ।
প্রধান অতিথি জনাব শামসুজ্জামান দুদু বলেন বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে হবে। আজকে দ্রব্যমূল্যের উর্ধেগতি সাধরণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। গণ আন্দোলন করে শ্রীলংকার মতন বাংলাদেশের সরকারকে ও পতন ঘটাতে হবে।
দুদু আরো বলেন, বেগম জিয়াই পারে এদেশের নিরপেক্ষ নির্বাচন দিতে, ও আইনের শাসন প্রতিষ্ঠিত করতে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে। তাই বেগম জিয়াকে মুক্তি দিন গণতন্ত্র পূণরুদ্ধার হবে।
