কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রভাবশালী মহলের জবরদখলে থাকা অন্তত পাঁচ একর খাস জমি সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের নেতৃত্বে পুলিশের সহায়তায় বড় বালিয়াতলী এলাকার এ জমি দখলমুক্ত করে পটুয়াখালী জেলা প্রশাসকের সাইনবোর্ড দেয়া হয়েছে। একটি প্রভাবশালী মহল এ পরিমান খাস জমি দখল করে মাছ চাষ করে আসছিল। অনুপ দাশ জানান, কলাপাড়া উপজেলা খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভাপতি ও উপদেষ্টার নির্দেশক্রমে সরকারের খাস জমি উদ্ধার প্রক্রিয়ার অংশ হিসেবে এ অভিযান করা হয়েছে। জেএল নম্বর ৩৮, সোনাপাড়া মৌজার ৩১৯১ ও ৩১৯২ নম্বর দাগের এ জমিতে সরকার দলীয় এক প্রভাবশালী ভূমিহীনদের পর্যন্ত বিভিন্ন ধরনের মামলায় আসামি করে তাঁদের বন্দোবস্ত দেয়া জমি ছাড়াও উদ্ধার হওয়া খাস জমি জবর দখল করে রাখছিল। যা উদ্ধার করা হলো। বিপুল পরিমান খাস জমি উদ্ধারে স্থানীয় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
এ ছাড়া বাঁধ দিয়ে খাল দখলের দায়ে মঙ্গলবার বেলা দুই টার সময় দখলদার আ. বারেক কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ধুলাসার ও বালিয়াতলী ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে যাওয়া সোনাপাড়া খালে বাঁধ দেয়ায় এ দন্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত। দন্ডিত বারেকের বাড়ি বেতকাটা গ্রামে।