
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর খিলক্ষেত ও বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ব প্রতারক চক্রের প্রধান সহ প্রতারক চক্রের ৭সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি’র) খিলক্ষেত থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন- ১। দলনেতা মোঃ বাপ্পী ইসলাম (৪৩) ২। মোঃ নিয়াজুল ইসলাম (৫৪), ৩। এন এ সাত্তার (৫৮), ৪। মোঃ সাব্বির হাসান (২৪), ৫। মোঃ রাসেল হাওলাদার (২৪), ৬। মোঃ সোহরাব হোসেন সৌরভ (৩৮) ও ৭। মোঃ মোহাইমিনুল ইসলাম (৩৫)। এঘটনায় খিলক্ষেত থানা পুলিশ আজ শুক্রবার ধৃত ৭ প্রতারককে জিঞ্জাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
এসময় তাদের নিকট থেকে ৫টি জাল/ভুয়া আইডিকার্ড, বিভিন্ন লোকের নামে বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি, বিদেশে কাজ, হিসাবের খাতা, মেডিকেল সেন্টারের মেডিকেল রিপোর্ট, বিমানের টিকেটের ফটোকপি, বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন দেশের ট্রেনিং সার্টিফিকেট, বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স এর মূল ও ফটো কপি-কম্পিউটার সিপিইউ ২টি ও প্রিন্টার-২টিসহ বিভিন্ন প্রকার কাগজপত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ও রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন রাজউক ট্রেড সেন্টার ও বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিএমপি’র খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাজির রহমান আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপি’র খিলক্ষেত থানা পুলিশ আজ জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ডিএমপি’র খিলক্ষেত থানার ওসি মো: মোস্তাজির রহমানের নেতৃত্বে একদল পুলিশ খিলক্ষেত থানাধীন রাজউক ট্রেড সেন্টারের সামনে অভিযান চালায়। এসময় প্রতারক চক্রের দুই সদস্য মোঃ বাপ্পী ইসলাম ও তার সহযোগী মোঃ নিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে রাজধানীর বিভিন্ন জায়গা পৃথক পৃথক অভিযান চালিয়ে এন এ সাত্তার (৫৮), মোঃ সাব্বির হাসান (২৪), মোঃ রাসেল হাওলাদার (২৪), মোঃ সোহরাব হোসেন সৌরভ (৩৮) ও মোঃ মোহাইমিনুল ইসলাম (৩৫) আরও ৫ প্রতারককে গ্রেফতার করা হয়।
খিলক্ষেত থানা ও মামলা সুত্রে সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ২০১৯ জনৈক মোঃ সোহেল মিয়া (৩৪), থানায় এসে লিখিতভাবে অভিযোগ করেন যে, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র কানাডায় পাঠানোর কথা বলে অর্থের বিনিময়ে তাকে জাল কানাডিয়া ওয়ার্ক পারমিট প্রদান করে এবং চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন তারিখে তার কাছ থেকে নগদ চার লক্ষ টাকা আত্মসাৎ করেছে। সোহেল মিয়ার অভিযোগের ভিত্তিতে ডিএমপি’র খিলক্ষেত থানার গত ২৮ আগস্ট ২০১৯ একটি মামলা রুজু করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত প্রতারকরা পুলিশকে জানায়, গ্রেফতারকৃত বাপ্পী প্রতারক চক্রের প্রধান হিসেবে কাজ করে। নিয়াজুল বিদেশে লোক পাঠানো বিভিন্ন এজেন্সির সামনে অবস্থান করে বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিকে কানাডা, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে দ্রুত পাঠানোর ব্যবস্থা করে দিবে বলে প্রলোভন দেয়। ইতি মধ্যে প্রতারকরা দুইজনের কাছ থেকে ১৪ লক্ষ টাকারও অধিক কৌশলে হাতিয়ে নিয়েছে। তারা জালিয়াতি করে বিভিন্ন আইডি কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিভিন্ন দেশের ভিসা, ওয়ার্ক পারমিট ও মেডিকেল রিপোর্টসহ জাল কাগজপত্র তৈরি করে থাকে। এজন্য তারা বিদেশগামীদের কাছ থেকে বারতি টাকা আদায় করতো।
