খিলক্ষেত থেকে ক্রেস্ট সিকিউরিটি’র পরিচালক ওহিদুজ্জামান গ্রেফতার

0
168
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের পরিচালক মো. ওহিদুজ্জামানকে খিলক্ষেত থানার লেকসিটি এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা ।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর খিলক্ষেতের লেকসিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার ওয়ালিদ হোসেন আজ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে,
ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য (রমনা) বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের বিরুদ্ধে পল্টন থানায় প্রতারণার অভিযোগে মামলা ছিল। ওই মামলায় প্রতিষ্ঠানের পরিচালক ওহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।
ক্রেস্ট সিকিউরিটিজ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করে পালিয়েছিল। বিনিয়োগকারীরা কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছিল। সেই মামলায় পলাতক আসামি ছিল তিনি। প্রতারণা ও অর্থ আত্মসাতের বিষয়ে ওহিদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৬ জুলাই নোয়াখালীর মাইজদী এলাকা থেকে ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানাকে গ্রেফতার করে ডিবির রমনা বিভাগ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here