
মোঃরফিকুল ইসলাম মিঠু : রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃত হলেন, হামদুল্লাহ ওরফে হাসান (২৪)। তার বাড়ি টাংগাইলের মধুপুর থানার চাপাইত সিমলা পাড়া গ্রামে।
গোয়েন্দা মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে বলেন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ রাত ৮:৪৫ টায় খিলগাঁওয়ের ত্রিমোহনী ওভার ব্রীজের পশ্চিমপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত হাসান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বি-বাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে কম দামে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করতেন।
এ সংক্রান্তে খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়েছে।
