ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আজ ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার সকাল ১০:৩০টায় ২২/১ তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবী পরিষদ’র উদ্যোগে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আইনের ৯০বি ধারা বাতিলের দাবিতে ও নির্বাচন কমিশনের সকল অগণতান্ত্রিক প্রচেষ্টার প্রতিবাদে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ বলেন, কোনো রাজনৈতিক দল গঠন ও পরিচালনা করতে নিবন্ধনের প্রয়োজনীয়তা নেই বলে আমরা মনে করি। কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইলে দলের জন্য সুনির্দিষ্ট নির্বাচনী প্রতীক সংরক্ষণ, এক নামে একাধিক রাজনৈতিক দল যাতে গড়ে উঠতে না পারে তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ’র তৎকালীন সময়ে নিবন্ধন ছিল না। অনিবন্ধিত অবস্থায় বারবার ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগ সরকার ১/১১’র অরাজনৈতিক সরকার কর্তৃক প্রবর্তিত কালো আইনটিকে বাতিল করেনি। বরং আইনটিকে সহজীকরণের পরিবর্তে বহুগুণ কঠিন করে তোলায় দেশপ্রেমিক জনগণ চরমভাবে হতাশ হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, নিবন্ধনের ক্ষেত্রে রাজনৈতিক দলের সব কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করা হয়েছে যে বিষয়ে গণতান্ত্রিক বিশ্বের কোনো দেশ সাহস দেখাতে পারেনি। এমনকি এ শর্ত পূরণের মুচলেকা দিয়ে নিবন্ধন পাওয়া আওয়ামী লীগ ও বিএনপিসহ কোনো বড় দলই তা পূরণ করতে পারেনি। আবার স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন দাখিলে ১ শতাংশ ভোটারের আগাম স্বাক্ষরযুক্ত কাগজপত্র জমাদানের বিধান, গোপন ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সাংবিধানিক অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে।
তাঁরা বলেন, “বর্তমান নির্বাচন কমিশন নখন্তহীন বাঘে পরিণত হয়েছে। রাতের আঁধারে ব্যালট বাক্স ভরা ভোটাদেরকে কেন্দ্র বিমুখ করেছে। দেশের জনসাধারণ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের আস্থা ফেরাতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আইনের ৯০বি ধারা বাতিল ও নির্বাচন কমিশনের সকল অগণতান্ত্রিক প্রচেষ্টা বন্ধসহ নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো জরুরী।”
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবী পরিষদ’র আহ্বায়ক ও সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবী পরিষদ’র সদস্য সচিব ও গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম।
গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ নাজমুল হক প্রধান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ ন্যাপ’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মজলিস, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহম্মদ খান, বাংলাদেশ জাতীয় লীগ’র কো-চেয়ারম্যান শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বেকার সমাজের সভাপতি মোঃ হাসান, সম্মিলিত গণতান্ত্রিক দল’র চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান, নাগরিক ঐক্যের প্রধান সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কর্মসংস্থান আন্দোলন’র চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, ইসলামী ঐক্যজোটের সহ-সভাপতি শওকত আমিন, প্রগতিশীল গণতান্ত্রিক দলের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান, এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।