
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গণমাধ্যমে নৈরাজ্য বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দিয়েছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
এক বিবৃতিতে বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী আজ শনিবার এক যৌথ বিবৃতিতে বলেন, “আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদ মাধ্যমে ঢালাওভাবে কর্মী ছাঁটাই চলছে। এতে শত শত সাংবাদিক বেকার হয়ে পড়ছেন। কোথাও কোথাও মাসের পর মাস বেতন বন্ধ থাকায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা মানবেতর জীবন যাপন করছেন। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে চ্যানেল নাইন কর্তৃপক্ষ সংবাদ বিভাগ বন্ধ করে দিয়েছে। বিভিন্ন টিভি চ্যানেল কর্তৃপক্ষ কর্মীদের বাধ্য করছে পদত্যাগপত্রে সই করতে। এই অবস্থা চলছে অনেক পত্রিকাতেও। প্রতিটি ক্ষেত্রে প্রচলিত আইনও মানছেন না মালিক কর্তৃপক্ষ। আমরা মালিকদের এই আচরণের নিন্দা জানাই।”
তারা আরও বলেন, “একই সাথে পরিষ্কার করে বলতে চাই গণমাধ্যম লাভ বা লোকসানে চললে তার দায় সাংবাদিকদের নয়, কারণ সাংবাদিকরা বিক্রয় বা বিপণন কর্মী হিসেবে কোন প্রতিষ্ঠানে যোগদান করেন না। মালিকের নিজের ব্যর্থতা, বাণিজ্যিক বা বিপণন বিভাগের ব্যর্থতার দায় সাংবাদিকদের ওপর চাপিয়ে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। যে সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে সমাজের অগ্রগতি, অবনতি, সঙ্কট ও সম্ভাবনার কথা তুলে ধরেন মানুষের সামনে, গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখেন তারাই আজ সবচেয়ে বেশি নিপীড়িত। আমরা মালিক-কর্তৃপক্ষের এহেন আচরণের নিন্দা জানাই।”
বিবৃতিতে আরও বলা হয়, ‘তথ্যমন্ত্রণালয়কে আহবান জানাই, বিষয়টির দিকে নজর দিতে এবং মালিক-কর্তৃপক্ষের দমন নিপীড়নের হাত থেকে সাংবাদিকদের বাঁচাতে।’
তারা সুস্পষ্ট করে বলেন অবস্থার পরিবর্তন না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
