গাইবান্ধায় অসহায় ও দারিদ্র্য পীড়িত মানুষের মাঝে প্রশিকার শীতবস্ত্র বিতরণ

0
36
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিচার বিভাগ, গাইবান্ধা কর্তৃক আয়োজিত বুধবার বিকালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের দূর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ২০০ জন অসহায় দারিদ্র্য পীড়িত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সাথে আর্থিক সহায়তা ও প্রদান করা হয়।
এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গাইবান্ধা জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হোসেন, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ কুদরাত-ই- খোদা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গণ, প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, পলাশবাড়ীর এরিয়া ম্যানেজার মোঃ সিদ্দিকুল আলম মৃধা ও গাইবান্ধার এরিয়া ম্যানেজার মোঃ রিপন খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোছা: মাসুমা খানম যুথি। অতিথিগন প্রশিকার এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য সংস্থাটি ১৯৭৬ সাল থেকে অসহায় দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে আসছে। প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় সমগ্র বাংলাদেশে আর্থিক কর্মসূচির পাশাপাশি লিগ্যাল এইড সহায়তা, দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, বুনিয়াদি প্রশিক্ষণ, শিক্ষা, মাদক মুক্ত যুব সমাজ গঠন, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, প্রতিবন্ধী উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here