
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান এর নেতৃত্বে এসআই সাইদুল ইসলাম এবং এসআই প্রদীপ ঘোষ ও সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার কাশিমপুর থানার সুরাবাড়ী পশ্চিমপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ জলিল (৩৫) কে ছয়শত পিছ ও মাদক বিক্রির নগদ ছয় লক্ষ টাকা সহ তার নিজবাড়ী থেকে গ্রেফতার করে। উল্লেখ্য মাদক ব্যবসায়ী আঃ জলিল পূর্বের আরো ৫টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। সে দীর্ঘদিন যাবত কাশিমপুর এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট তৈরি করে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান থানায় যোগ দানের পর থেকেই একের পর এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হচ্ছে। এতে কাশিমপুর থানা এলাকাবাসি তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
