
সানাউল্লা স্বপন: গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকা হতে ২৪ ক্যান বিদেশী বিয়ারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল হাওলাদারকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প।
আজ সোমবার রাতে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর গাছা থানাধীন বোর্ডবাজার কুনিয়া তারগাছ এলাকায় বিদেশী বিয়ার ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কামান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর গাছা থানাধীন বোর্ডবাজার কুনিয়া তারগাছ সাকিনস্থ জারোয়া সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধৃত আসামী ১। মোঃ রুবেল হাওলাদার (২৩), পিতা-মোঃ জামাল হাওলাদার, মাতা-তাসলিমা বেগম, সাং-বহরামপুরা, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী, এ/পি-বাসা নং-৫৫/ডি, মহাখালী সড়ক ভবন কোয়ার্টার (ভাড়াটিয়া), থানা-বনানী, ডিএমপি, ঢাকা’কে হাতে নাতে গ্রেফতার করে। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দখল হতে ২৪(চব্বিশ) ক্যান বিদেশী বিয়ার ০১(এক) টি মোবাইল ফোন এবং নগদ ২৬০০/- উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২৪ ক্যান বিদেশী বিয়ার যার অনুমান বাজার মূল্য (৫০০ন্স২৪)=১২,০০০ টাকা। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। আসামীর জব্দকৃত মাদকদ্রব্য (বিদেশী বিয়ার) বিক্রয় এর উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) স্বরণি ২৪(ক) ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
