Daily Gazipur Online

গাজীপুরের নতুন ডিসি এস. এম. তরিকুল ইসলাম

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক এস. এম. তরিকুল ইসলাম।
অপরদিকে বর্তমান জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে পরিচালক হিসেবে বিসিএস প্রশাসন একাডেমিতে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে এস. এম. তরিকুল ইসলামকে (৬৮৭২) নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।
এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মুহম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলিপূর্বক প্রেষণে বর্তমান জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে (৬৪০৭) পরিচালক হিসেবে বিসিএস প্রশাসন একাডেমিতে নিয়োগ দেওয়া হয়েছে।