গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকা হতে দস্যু চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেফতার

0
233
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকা হতে শীর্ষ ডাকাতি/দস্যু চক্রের সক্রিয় ০৩(তিন) জন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
১৮ নভেম্বর র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি গাজীপুর সদর থানাধীন ন্যাশনাল পার্ক এলাকায় একটি সংঘবদ্ধ দস্যুতা দল দস্যুতা করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি গাজীপুর সদর থানাধীন ন্যাশনাল পার্ক এর ৩নং গেইটের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশি^ম পার্শ্বে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ রাশেদ খান মিলন(২৬), পিতা-মোঃ আশরাফ খান, মাতা-মোসাঃ শামীমা বেগম, সাং-টেক কাথোরা, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ২। শ্রী বাধন চন্দ্র সরকার(২৮), পিতা-শ্রী বিমল চন্দ্র সরকার, মাতা-শ্রীমতি মিনা রানী সরকার, সাং-সালনা মিরেরগাঁও, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ আকাশ হোসেন@সবুজ(২৫), পিতা-মোঃ আহসান আতিক, মাতা-মোসাঃ রোশেদা বেগম, সাং-নতুন বাজার (কাজী বাড়ী), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, এ/পি-সাং-ধীরাশ্রম (দেলোয়ার এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুরদের’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ০১ টি লোহার চাপাতি, ০১ (এক) টি ছুরি, ০১ (এক) টি চাকু, ডাকাতি কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার (যাতে হুটার এবং সামনে পুলিশের নেমপ্লেট লাগালো), ৭৬(ছিয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৫০/-(দুইশত পঞ্চাশ) টাকা এবং ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ দস্যু দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি দস্যুতা করে আসছে। এছাড়াও তারা জানায়, তাদের দস্যুতা কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here