
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকায় গার্মেন্টস কর্মী ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী মোঃ রাসেল মিয়া(২৪)কে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল শাফী উল্লাহ বুলবুল এর দিক নির্দেশনায় গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকার গার্মেন্টস কর্মী ধর্ষণের চেষ্টা মামলার আসামী গ্রেফতারের কাজ শুরু করে র্যাব-১। গত ২১/১০/২০২০ তারিখ অনুমান ১২.৩০ ঘটিকার সময় গাজীপুর মহানগরীর ন্যাশনাল পার্ক এলাকায় গার্মেন্টস কর্মী ভিকটিম(২০) কে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। উক্ত ঘটনা ন্যাশনাল পার্ক এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি সহ ব্যাপক ভাবে মিডিয়ায় প্রচার হয়। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম বাদী হয়ে গাজীপুর মেট্টোঃ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-৩৪, তারিখঃ ২১/১০/২০২০ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(৪)(খ)। ভিকটিম থানায় মামলা দায়ের করার পর আসামী মামলা তুলে নেওয়ার জন্য ভিকটিমের পরিবারেক বিভিন্ন ভাবে ভয়-ভিতি প্রদর্শন করে এবং তার জীবন নাশের হুমকি দিয়ে আসিতেছিল।
এরই ধারাবাহিকতায়ঃ গত ২১ অক্টোবর ২০২০ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উপরোক্ত মামলার প্রধান আসামী মোঃ রাসেল মিয়া(২৪) গাজীপুরের গজারিয়া এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ উক্ত অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপরোক্ত ধর্ষণ মামলার মূলহোতা আসামী ১। মোঃ রাসেল(২৪), পিতা-মোঃ হারুন অর-রশিদ, মাতা-জোহেরা খাতুন, সাং-কাজিয়াকান্দা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি-সাং-ভাওরাইদ(আবু তালেব এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর ভাষ্যমতে, ধৃত আসামী গত ২১/১০/২০২০ খ্রিঃ অনুমান ১২.৩০ ঘটিকা সময় ভিকটিমকে গার্মেন্টস এ চাকুরীর প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তাহার গাজীপুর মহানগরীর ভোগড়া বাসা থেকে নিয়ে এসে ন্যাশনাল পার্কের ভিতরে নিয়ে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে, তখন ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অপরাধী দ্রুত পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার বিষয়ে স্বীকার করে।
ধৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
