গাজীপুরের পূবাইলে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের ২টি শাখা উদ্বোধন

0
44
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ: গাজীপুর মহানগরীর পূবাইলে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের আরও দুইটি নতুন এলপি গ্যাস শাখার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে পূবাইল তালটিয়া হাজারি কটেজ এন্ড রিসোর্টে আলোচনা সভা শেষে তালটিয়া জামান ফিলিং স্টেশন সংলগ্ন সেলিম খান কমপ্লেক্স ১ম শাখা ও কুদাব রোড কামারগাঁও ২য় শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও মা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. হামিদ লতিফ ভূইয়া কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ৪২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, ৪০নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, যুবলীগ নেতা ইকবাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মইন মোল্লা, মিরের বাজার পরিচালনা কমিটির সভাপতি বাতেন ভুঁইয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here