গাজীপুরের বোর্ড বাজারে ২ জন মাদক কারবারী গ্রেফতার

0
391
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাবের অভিযানে গাজীপুর মহানগীর গাছা থানাধীন বোর্ড বাজার হতে অভিনব কৌশলে মাদক পরিবহণকালে ০২ জন মাদক কারবারী গ্রেফতার ও ৬৩ কেজি গাঁজাসহ ০১ টি পিকআপ উদ্ধার করেছে।
শুক্রবার রাতে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ হতে পিকআপে করে মাদকের একটি চালান গাজীপুর হয়ে ময়মনসিংহ নিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি পিকআপটির গতিবিধি লক্ষ্য করতে থাকে। সবশেষ গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় তাদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। এরই প্রেক্ষিতে আভিযানিক দলটি গাছা থানাধীন বোর্ড বাজারস্থ ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে আল মনসুর মার্কেট এর সামনে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক চোরাকারবারী চক্রের সদস্য ১) আব্দুর রহমান (২৫), পিতা- সিতু মিয়া, সাং- বানেশ্বর, পোষ্ট- বোল­া বাজার, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ এবং ২) মোঃ মোরশেদ মিয়া (২৪), পিতা- মৃত আনসার আলী, সাং- উত্তর সুরমা, পোষ্ট- তেলিয়া পাড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ০২ টি মোবাইল ফোন ও নগদ ৫,০০০/- টাকা উদ্ধার করা হয় এবং পিকআপটি তল্লাশী করে পাটাতনের নিচে গোপনে লুকায়িত ৬৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে গাঁজা নিয়ে আসে। পরবর্তীতে গাঁজার চালানগুলো বিভিন্ন পণ্যবাহী পরিবহনে করে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করা হয়। এই চক্রের অন্যতম সদস্য হবিগঞ্জ এলকার জনৈক মাদক ব্যবসায়ী। মাদক পরিবহনে ব্যবহৃত জব্দকৃত পিকআপটি তার ব্যক্তিগত। সে ভারত হতে অবৈধভাবে বর্ডার ক্রস করে গাঁজার চালান দেশে নিয়ে আসে। এরপর তার সহযোগী ধৃত আসামী আব্দুর রহমান ও মোরশেদ এর মাধ্যমে মাদকের চালান ঢাকা ও আশেপাশের এলাকায় নিয়ে এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে। তারা শুধুমাত্র মাদক পরিবহনের জন্যই পিকআপটি ব্যবহার করে থাকে। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে পিকআপটির পাটাতনের নিচে কৌশলে একটি বড় প্রকোষ্ঠ তৈরী করেছিল বলে জানায়।
ধৃত আসামী আব্দুর রহমান’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন পিকআপ চালক। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে হবিগঞ্জের মাধবপুর থানায় একাধিক মাদক ও চুরির মামলা আছে। এসব মামলায় সে একাধিক বার কারাভোগ করেছে বলে জানা যায়। সে হবিগঞ্জ হতে রাজধানী ও আশোপাশের বিভিন্ন এলাকায় মাদকের চালান সরবরাহ করে। এযাবৎ ১০/১২ টিরও বেশী মাদকের চালান বিভিন্ন স্থানে সরবরাহ করেছে। সে চালানপ্রতি ১০ হাজার টাকা করে পায় বলে স্বীকার করে।
ধৃত আসামী মোরশেদ’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন অটোরিকশা চালক। এই চক্রের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রাথমিক পর্যায়ে পিকআপ চালাতে শিখার জন্য ধৃত আসামী আব্দুর রহমানের কাছে আসলেও পরবর্তীতে তার প্রলোভনে মাদক পরিবহনের কাজ শুরু করে। এযাবৎ বেশ কয়েকটি মাদকদ্রব্যের চালান পরিবহনে সহযোগীতা করেছে। তাকে চালানপ্রতি ৫/৭ হাজার টাকা দেওয়া হয় বলে ধৃত আসামী জানায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here