
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের ভাওরাইদ এলাকা হতে ৫৫(পঞ্চান্ন) পিস ইয়াবাসহ ০৪ জন ইয়াবা ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প।
মঙ্গলবার র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন ভাওরাইদ এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন ভাওরাইদ দক্ষিণ পাড়া সাকিনস্থ জনৈক মজিবুর রহমান এর চায়ের দোকানের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ রেজাউল ইসলাম(৩০), পিতা-মোঃ জিন্নাত আলী, মাতা-রিজিয়া বেগম, সাং-ভাওরাইদ দক্ষিণ পাড়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ২। মোঃ শাহিদুল হোসেন(২৬), পিতা-আব্দুল সাত্তার, মাতা-হোসনেয়ারা খাতুন, সাং-ভাওরাইদ দক্ষিণ পাড়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ আমিনুল ইসলাম@বাবু(৩২), পিতা-মোঃ মাহাবুর রহমান, মাতা-জরিনা বেগম, সাং-ইটাহাটা, থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৪। মোঃ শাকিল আহমেদ(২০), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোসাঃ শিরিনা খাতুন, সাং-গোয়ারি, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ, এ/পি-সাং-গড়গড়িয়া মাস্টারবাড়ী (বাবুল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর’দেরকে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দেহ তল্লাশী করে তাদের দখল হইতে সর্বমোট ৫৫(পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৭,২৪০/- (সতের হাজার দুইশত চল্লিশ) টাকা এবং ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা তার হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারার অপরাধ করেছে।
উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
