গাজীপুরের ভূরুলিয়ায় এজাহারনামীয় পলাতক ২ জন আসামী গ্রেফতার

0
291
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের ভূরুলিয়া এলাকা হতে এজাহারনামীয় পলাতক ০২ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
২ ডিসেম্বর রাতে র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,জিএমপি, গাজীপুর, সদর থানার মামলা নং-২৪, তারিখ ১৩/০৯/১৯ খ্রিঃ ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৩৮৫/৪০৬ পেনাল কোড এর এজাহার নামীয় পলাতক আসামীরা বেআইনী জনতাবদ্ধে হইয়া খুন করার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারন জখম ও গুরুতর জখম করতঃ চুরি ও জীবন নাশের হুমকীর অপরাধ করতঃ প্রায় ০৫ লাখ টাকা চুরি ও জীবন নাশের হুমকির অপরাধ মামলার এজাহার নামীয় পলাতক আসামীরা জিএমপি, গাজীপুর সদর থানাধীন ভ‚রুলিয়া এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন মধ্য ভ‚রুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জিএমপি, গাজীপুরের সদর থানার মামলার পলাতক আসামী ১। মোঃ হাসিবুর রহমান(৩৬), পিতা-মৃত মমতাজ উদ্দিন, মাতা-ছফুরা বেগম, ২। মোঃ শাকিল আহম্মেদ সানি(২১), পিতা-মোঃ মোস্তফা হোসেন, মাতা-শামসুর নাহার, উভয় সাং- মধ্য ভ‚রুলিয়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর’দ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা এবং তাদের সহযোগী আসামীরা মিলে গত ০৯/০৯/১৯ তারিখ উল্লেখিত মামলার বাদীকে মারপিট করতঃ খুন করার হুমকির দিয়া প্রায় ০৫ লাখ টাকা চুরি ও জীবন নাশের হুমকি প্রদান করে।
গ্রেফতারকৃত আসামীদের সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here