Daily Gazipur Online

গাজীপুরের ভূরুলিয়ায় ২৭বোতল ফেন্সিডিল সহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের ভূরুলিয়া এলাকা হতে ২৭(সাতাইশ) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর ।
২ ডিসেম্বর রাতে র‌্যাব-১, স্পেশালাইজ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন ভূরুলিয়া এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন ভূরুলিয়া সাকিনস্থ এড. রফিকুল ইসলাম কাজীর বাসায় ৩য় তলায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ মোশাইদ হোসেন(৩৩), পিতা-মোঃ সামসুদ্দিন, মাতা-মোসাঃ খোদেজা বেগম, সাং-শামান্তপুর, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ২। মোঃ রতন মিয়া(৩৮), পিতা-মোঃ দুদু মিয়া, মাতা-মোসাঃ মমতাজ বেগম, সাং-বাইমাইল নদীর পাড়, থানা-কোনাবাড়ী, জিএমপি, গাজীপুর’দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীদ্বয়ের দখল হইতে ২৭(সাতাইশ) বোতল ফেন্সিডিল, নগদ ২২,৩০০/- (বাইশ হাজার) টাকা এবং ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তারা দীর্ঘদিন ধরিয়া ভারতের বিভিন্ন চোরাই পথে ফেন্সিডিল বাংলাদেশে আনিয়া গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। ধৃত আসামীরা ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল আনায়ন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উদ্ধারকৃত ফেন্সিডিল, মোবাইল ফোন, সীম কার্ড এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।