
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শিমুলতলী এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প।
র্যাব-১, স্পেশালাজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ¡স্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, গত ৩০ জুলাই ২০১৯ রাতে জিএমপি, গাজীপুর সদর থানাধীন শিমুলতলী এলাকায় কতিপয় মাকদ ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য জমায়েত হয়েছে। অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে আভিযানিক দলটি তাৎক্ষনিক জিএমপি, গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বিএমটিএফ মোড়ে অভিযান পরিচালনা করেন। সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ রিংকু মিয়া(২০), পিতা-মোঃ মোক্তার হোসেন, সাং-এখলাছপুর, থানা-মতলব, জেলা-চাঁদপুর, ২। মোঃ আরমান শেখ(২০), পিতা-মোঃ আনোয়ার শেখ, সাং-চাম্পাতলা, থানা-সদর, জেলা-,মুন্সিগঞ্জ, উভয় এ/পি সাং-বিআইডিসি তালুকাদর পাড়া(শিমুলতলী), থানা-সদর, জিএমপি, গাজীপুরদ্বয়’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হতে ৫০০গ্রাম, গাঁজা এবং ০২ (দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্বারকৃত গাঁজা, মোবাইল ফোন ও গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জিএমপি, গাজীপুর সদর হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
