গাজীপুরের শ্রেষ্ঠ ওসি কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান

0
116
728×90 Banner

স্বপন সরকার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার পাঁচটি থানার মধ্যে বিগত বৎসর ও চলতি মার্চ মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ(ওসি) হলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান। পুলিশ সুপারের কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার কাজী শফিকুল আলম, পিপিএম তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।
পুলিশ সুপার বলেন,জেলার পাঁচটি থানার মধ্যে কালিয়াকৈর থানায় যোগদানের পর ধারাবাহিক ভাবে মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা, অবৈধ মাদকদ্রব্য,অস্ত্র-গুলি, বিস্ফোরক দ্রব্যাদি ও চোরাই গাড়ী উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধার, চোরে যাওয়া মোবাইল ফোন উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, স্কুল -কলেজ মামলার রহস্য উদঘাটন ও জনবান্ধব পুলিশিং এ বিশেষ অবদান রাখায় কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি কালিয়াকৈরের জনগণ আরও ভালো সেবা পাবে।
এ প্রসঙ্গে ওসি আকবর আলী খান বলেন, কালিয়াকৈর থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং কালিয়াকৈর বাসীর সার্বিক সহযোগীতার কারনে বারবার এসাফল্য অর্জনে সক্ষম হয়েছেন। পুলিশী সেবা জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়া ও জনসাধারণের পুলিশী সেবা নিশ্চিত কল্পে অফিসার ইনচার্জ হিসাবে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here