গাজীপুরের সালনায় চাষকৃত গাঁজা বাগান ধ্বংস: চাষের দায়ে ১ বছরের কারাদন্ড প্রদান

0
200
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের সালনা এলাকায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০৫ কেজি গাঁজাসহ চাষকৃত গাঁজা বাগান ধ্বংস করা হয় এবং গাঁজা চাষের দায়ে ১(এক) জনকে ০১ বছরের কারাদন্ড প্রদান করে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
বুধবার বিকালে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন সালনা এলাকায় একটি বাগান বাড়ীর ভিতরে গাঁজা চাষাবাদ করে তা বিক্রি করা হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলা প্রসাশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব থান্দার কামরুজ্জামান এর উপস্থিতিতে সদর থানাধীন সালনা এলাকায় জনৈক ওসমান খান এর বাগান বাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাগান বাড়ী হইতে গাঁজা গাছ চাষ ও গাঁজা বিক্রয়ের দায়ে আসামী ১। মোঃ জাহাংগীর আলম(৩০), পিতা-মোঃ শফিকুর রহমান, সাং-দক্ষিণ সালনা, থানা-সদর, জিএমপি, গাজীপুর’কে আটক করে। আটক কৃত আসামীকে র‌্যারের ভ্রামমান আদালত মামলা নং-১০৪/১৯ তারিখ ১৮/০৯/২০১৯ খ্রিঃ মূলে ০১(এক) বছর বিনাশ্রম কারাদন্ড এবং ১০০০/-টাকা জরিমানা, অনাদায়ে আরো ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উক্ত বাগান বাড়ীতে চাষাবাদকৃত ০৫ কেজি গাঁজাসহ গাঁজা উৎপাদন কৃত গাঁজা গাছ ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ উক্ত বাগান বাড়ীতে সু-কৌশলে গাঁজা গাছ চাষ করে উৎপাদনকৃত গাঁজা বিক্রয় করে আসতেছিল। উক্ত বাড়ীর আশপাশ এলাকায় মানুষের চলাচল কম থাকার সুযোগে সে এই অবৈধ কাজ করে এবং তা থেকে উৎপাদন কৃত গাঁজা গাজীপুরের বিভিন্ন এলাকায় গোপনে বিক্রি করা হতো। গ্রেফতারকৃত আসামী তার কৃত অপরাধের জন্য দোষ স্বীকার করার দায়ে র‌্যাব ও ভ্রাম্যমান আদালতে নিয়োজিত ম্যাজিষ্ট্রেট জনাব থান্দার কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, গাজীপুর কর্তৃক ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনরে ৩৬(১) স্মারণী ১৮(ক) ধারা মোতাবেক ধৃত আসামীকে ঘটনাস্থলে গাঁজা গাছ চাষ এবং বিক্রয় করার দায়ে ০১(এক) বছর বিনাশ্রম কারাদন্ড ও ১০০০/-টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন এবং অনাদায়ে আরোও ০৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদানপূর্বক গাজীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here