গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা

0
259
728×90 Banner

গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ায় গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতে এ মামলাটি করা হয়েছে। মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার মামলাটি করেন।
এ মামলা দায়েরের খবরে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে রাজবাড়ীর আদালত পাড়ায়। এটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
তবে পিবিআই তদন্তে মামলার অভিযোগের প্রমাণ পেল মেয়র জাহাঙ্গীকে রাজবাড়ী আদালতে সশরীরে হাজিরা দিতে হবে বলে জানা গেছে।
মামলার বাদী পক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মানহানিকর বক্তব্য ও মুক্তিযুদ্ধকে তাচ্ছিল্য এবং উসকানিমূলক বক্তব্য দেয়ায় শশী আক্তার গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে রাজবাড়ীর আদালতে মামলার আবেদন করেন। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুমন হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here