Daily Gazipur Online

গাজীপুরের হাজীবাগে ত্রাণ বিতরণ

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের হাজীবাগ এলাকায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারনে লক ডাউন থাকা অবস্থায় অসহায় হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় সামাজিক দুঃস্থ কল্যাণ সংস্থা (রেজিঃ নং-গা-০৮১৪)।
২২ এপ্রিল বুধবার রাতে বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করে ওই সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সোহেল রানা।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৩ কেজি, সয়াবিন তেল ২ লিটার, ডাল ৫০০ গ্রাম, আলু ২ কেজি, পেয়াজ ২ কেজি।