
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর শহরের কোনাবাড়ি এলাকায় আগুন লেগে আটটি ঝুটের গুদাম ও ১৮টি বসতঘর পুড়ে গেছে। জেলার কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম জানান, গত শুক্রবার মধ্যরাতে কোনাবাড়ি হরিণারচালা এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। কালিয়াকৈর ও ডিবিএল গ্রুপের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, একটি ঝুটের গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশে আরও সাতটি ঝুটের গুদা ও বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনে রহমান, রুবেল, মোস্তফা, রাকিব, শাহিন ও মতির মোট আটটি গুদাম, পাশের জহিরুলের বাড়ির আটটি ও রাহাজদ্দিন রাজুর পাঁচটি ঘর পুড়ে গেছে। তিনি অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
