

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় আগুন লেগে ৫টি বাড়ির ৪০টি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে এ আগুনের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল জানান, শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় নুরুল হকের টিনশেড বাসা বাড়িতে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে ওই বাসা বাড়ির প্রায় ৪০টি ঘর পুড়ে গেছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিক আগুনে সূত্রপাত জানা যায়নি। তবে আগুনে টিনশেডের ঘর ও আসবাবপত্র পুড়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া এসময় ৩০ থেকে ৩৫টি ঘর আগুনে পুড়ার আগেই ভেঙে সরিয়ে নেওয়া হয়।
