Daily Gazipur Online

গাজীপুরে আটককৃত অস্ত্র হস্তান্তর করলেন সেনাবাহিনী

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশের থানা থেকে লুণ্ঠিত অস্ত্র যারা সেচ্ছায় জমা দিবে তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এছাড়া অভিযান চালিয়ে কারও কাছ থেকে যদি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হয় তাকে অপরাধী বলে গণ্য করা হবে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সেনাবাহিনী ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট কর্তৃক উদ্ধারকৃত লুণ্ঠিত অস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন জেলা প্রশাসক।
এ সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত শটগান ০৩ টি, শটগানের রাবার কুর্ভুজ ৩৩২, রাউন্ড লীড বল কার্তুজ ৪৩ রাউন্ড, তরাশ পিস্তল ০৪ টি, গুলি ০৮ রাউন্ড, তরাশ পিস্তলে খালি ম্যাগাজিন ০৮ টি, ০২ টি চায়না রাইফেলের ব্যারেল এবং গুলি ৩১ রাউন্ড ৪। এসএমজির খালি ম্যাগাজিন ০২ টি, ৩৮ মিঃ মিঃ টিয়ার গ্যাস সেল লং রেঞ্জ ৮৫ টি এছাড়া ০১ টি পিস্তল, ০১ টি একনলা বন্দুক, ০১ টি দুইনলা বন্দুক, ১০ টি একনলা বন্দুকের ব্যারেল, ১০ টি দুইনলা বন্দুকের ব্যারেল, ০১ টি শটগানের ব্যারেল, ০৫ টি লীড বল কার্তুজ বেসরকারি অস্ত্র জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের উপস্থিতিতে গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশের কাছে অস্ত্র হস্তান্তর করেন লে.কর্নেল লুৎফর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জিএমপি অতিরিক্ত কমিশনার ইলতুৎ মিশ, জেলা পুলিশ সুপার কাজী শফীকুল আলমসহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।