Daily Gazipur Online

গাজীপুরে আল আমিন হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় মোঃ আল আমিন(২৩) মার্ডার এর মূল পরিকল্পনাকারী মোঃ রাকিব হাসান(২৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।
মাদক ব্যবসা ও পারিবারিক কলহের জের ধরে গত ৩০/০৭/২০১৯ তারিখে আসামী মোঃ রাকিব আসান(২৫), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং-দক্ষিন সালনা, থানা-সদর, জিএমপি, গাজীপুরসহ তার অপরাপর সহযোগী আসামীরা মিলে ভিকটিম আল আমিনকে পরিকল্পিতভাবে খুন করে লাশ ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে জিএমপি সদর থানায় একটি খুন মামলা দায়ের করেন যার নম্বর ৭১ তারিখ ৩০/০৭/১৮ ধারা-৩০২/৩৪ দঃ বিঃ।
দীর্ঘ দিন ধরে ভিকটিম মোঃ আল আমিন(২৩) এবং আসামীরা মিলে গাজীপুরের সালনা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩০/০৭/২০১৯খ্রিঃ আনুমানিক বেলা ১২.৩০ ঘটিকার সময় র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকায় উক্ত খুন মামলার প্রধান আসামী এজাহারনামীয় পলাতক আসামী অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর, কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে জিএমপি, গাজীপুর সদর থানাধীন দক্ষিন সালনা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী উপরোক্ত মামলার প্রধান আসামী মোঃ রাকিব হাসান(২৫), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং-দক্ষিন সালনা, থানা-সদর, জিএমপি, গাজীপুর’কে আটক করে ।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী এবং ভিকটিম দীর্ঘদিনের ঘনিষ্ট বন্ধু। তারা দীর্ঘদিন যাবৎ সালনা এলাকাসহ আশপাশ এলাকায় একে অপরের যোগসাজশে সু-কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসিতেছিল। উক্ত মাদক ব্যবসা নিয়ে বেশ কিছু দিন যাবৎ তাদের মধ্যে বিরোধীতার সৃস্টি হয়; যার সূত্র ধরে ধৃত আসামী এবং তার অন্যান্য সহযোগী আসামীরা মিলে গত ৩০/০৭/১৯ খ্রিঃ রাত অনুমান ২৩.৪৫ ঘটিকা সময় ভিকটিম আল আমিন(২৫) কে তার বাসা হতে তুলে নিয়ে ভিকটিমকে একটি গাছের সাথে হাত, পা, মুখমন্ডল বাধিয়া তাকে পালাক্রমে লোহার রড দ্বারায় আঘাত করে হত্যা করে এবং লাশ গুম করার চেষ্টা করে। উক্ত খুনের ঘটনা দক্ষিণ সালনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং ব্যাপক ভাবে মিডিয়ায় প্রচার হয়েছিল। এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টায় র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।