গাজীপুরে আ.লীগ নেতাদের বিরুদ্ধে ময়লা বাণিজ্য

0
150
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আওয়ামী লীগের নেতা-কর্মী ও কিছু ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে গাজীপুর সিটি করপােরেশন এলাকার ময়লা-বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযােগ উঠেছে। তারা বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বর্জ্য সংগ্রহ নিয়ে গড়ে তুলেছেন সিন্ডিকেট। এই সিন্ডিকেট ময়লা-বাণিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সিটি করপােরেশন ও কয়েকজন নগরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য । ব্যবস্থাপনা স্থায়ী কমিটি করা হয়েছে। কমিটির সভাপতি ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাে.মনিরুজ্জামান মনির। তিনি সিটি করপােরেশনের ৫৭ টি ওয়ার্ডের মধ্যে কোনােটিতে একজন, কোনোটিতে একাধিক ব্যক্তিকে লিখিতভাবে বর্জ্য বাণিজ্যের অনুমতি দিয়েছেন। এসব ব্যক্তির কারও কাছ থেকে তিনি বার্ষিক দুই লাখ, কারও কাছ থেকে দেড় লাখ কারও কাছ থেকে ৫০ হাজার টাকা নিচ্ছেন।
তিনি মাসিক বিল টিনশেড বাসা থেকে ৪০ টাকা ও ফ্ল্যাট থেকে ৬০ টাকা এবং হােটেল-রেস্তোরাঁ থেকে ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু বাস্তবে | অনেক বেশি টাকা আদায় করছেন ক্ষমতাসীন দলেরনেতা-কর্মীরা। তারা অধিকাংশ ক্ষেত্রে কোনাে রসিদ দেন না। অনেক এলাকায় রসিদ দিয়ে টাকা আদায় করলেও সেটি ভয়ে দেখাতে চান না। গাজীপুর নগর কর্তৃপক্ষ ২০২০-২১ অর্থবছরে বাসিন্দাদের কাছ থেকে পরিচ্ছন্নতা কর হিসেবে ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ২০ টাকা আদায় করেছে। এরপরও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ময়লা আবর্জনা সংগ্রহের বাণিজ্য করে অর্থ লুটপাট ছায়াবীথি এলাকার বাসিন্দা আইনজীবী আফজাল হােসেন বলেন, ‘ প্রতিবছর পরিচ্ছন্নতার জন্য কর দিচ্ছি। এরপরও ময়লার জন্য ১৫০ টাকা দিতে হয়।’ সিটি কর্তৃপক্ষ ইউনিটি ভিত্তিক ভ্যান বা যানবাহনের মাধ্যমে ময়লা সংগ্রহ করে ১৬ টি শর্তে নির্দিষ্ট স্থানে আবর্জনা অপসারণের কার্যক্রমের অনুমতি দেয়। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মনিরুজ্জামান মনির একক সিদ্ধান্তে ১৬ টি শর্ত সাপেক্ষে প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক জনকে ঠিকাদার নিয়োগ করেছেন। এই সুযোগে তারা মালা-বাণিজ্য করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছরের মে মাসের হিসাবে হােল্ডিং রয়েছে আবাসিক ১ লাখ ৮১ হাজার ১৬০ টি। একটি হােল্ডিংয়ে গড়ে ৪ টি ফ্ল্যাট বা বাসা রয়েছে। প্রতিটি ফ্ল্যাট থেকে গড়ে ১৫০ টাকা।
করে আদায় করা হয়। সেই হিসাবে প্রতি মাসে ১০ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার টাকার বাণিজ্য হচ্ছে। নগরীতে হােল্ডিং অনুযায়ী শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে ১০ হাজার ৩৫৩ টি। প্রতিটি থেকে গড়ে দেড় হাজার টাকা নেওয়া হয়। সে হিসাবে মাসে আদায় হয় ১ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা। যাঁদের দখলে ময়লা-বাণিজ্য ১০ টি ওয়ার্ডের কাউন্সিলররা আত্মীয়স্বজন দিয়ে বজ-ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। দুটি ওয়ার্ডের কিছু অংশ নিয়ন্ত্রণ করেন বিএনপিপন্থী কাউন্সিলর। এ ছাড়া আওয়ামী লীগের ২২ নেতা, যুবলীগের ১২ নেতা, স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা, শ্রমিক লীগের ২ নেতা, ছাত্রলীগের ৩ নেতা ও একজন মহিলা লীগের নেত্রী এর সঙ্গে জড়িত।
সিটির ১৬ নম্বর ওয়ার্ডের চান্দনা চৌরাস্তায় বর্জ্য ব্যবসা নিয়ন্ত্রণ করেন ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক সিদ্দিকুর রহমান। ১৮ নম্বর ওয়ার্ডের বর্জ্য বাণিজ্য কৱেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসচিব জাক্সি হােসেন। তিনি বলেন, তিনি ব্যবসা করেন না। এলাকার সাত-আটজনকে ভাগ করে দেওয়া হয়েছে, তাঁরাই ব্যবসা করেন। তবে ওয়ার্ডের আরেকটি অংশে ছাত্রলীগের কিছু কর্মী ব্যবসা করছেন। ২৭ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছেন সােহাগ এন্টারপ্রাইজের মালিক সােহাগ হােসেন। তার কাছ থেকে কাউন্সিলর জাবেদ আলী ব্যবসাটি নিয়ে নেন। জাবেদ বলেন, তার ওয়ার্ডে ব্যবসাটি কয়েকজন করতেন। সােহাগ তাদের বাদ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাই তাঁকে বাদ | দেওয়া হয়েছে। ২২ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবসা করছেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসচিব নজরুল ইসলাম। নজরুল বলেন, ‘ আমরা অনেকেই মিলে কাজছি।” ৫৭ নম্বর ওয়ার্ডের ব্যবসা করেন গাজীপুর। মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কাজী সেলিম হােসেন, সভাপতি আজমত উল্লাহ খানের ভাতিজা
রিপন খান, যুবলীগকর্মী শহিদ খান ও ছাত্রলীগের কর্মী আরিফ হােসেন। সেলিম বলেন, ‘ ব্যবসাটি আমাদের নামে হলেও কর্মীরা ব্যবসা করছেন। এ বিষয়ে জানতে কাউন্সিলর মনিরুজ্জামানকে ফোন দিলে তিনি পরিচয় জেনে সংযােগ বিচ্ছিন্ন করে দেন। এরপর খুদেবার্তা পাঠিয়ে ও তাঁর অফিসে গিয়ে কোনাে সাড়া পাওয়া যায়নি। মেয়র জাহাঙ্গীর আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কউন্সিলরদের জন্য বেশির ভাগ ওয়ার্ডে সেটি সম্ভব হয়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here